আজ থেকে ভারতে কার্যকর মুসলিম ওয়াক্ফ আইন

ভারতে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে মুসলিম ওয়াক্ফ আইন। আল্লাহর নামে নিবেদিত স্থাবর ও অস্থাবর সম্পত্তিকে ওয়াক্ফ সম্পত্তি বলা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগের আইনে কোনো সম্পত্তি ওয়াক্ফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াক্ফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার পাচ্ছেন জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তা।
ওয়াক্ফ আইনের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর মধ্যে রয়েছে— একজন অমুসলিমকে ওয়াক্ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া, রাজ্যগুলোর ওয়াক্ফ বোর্ডে অন্তত দুজন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে রাজ্য সরকার।
এর আগে গেলো ৩ এপ্রিল কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর, বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাস হয়। বিলটির পক্ষে ২৮৮ ভোট পড়ে এবং বিপক্ষে ২৩২ ভোট পড়ে।
৬ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। একারনে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলো। তবে এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে রিট করেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)।
এমএ//