বিনোদন

ক্যামেরা দেখলেই জয়ার মেজাজ গরম হয় যে কারণে

ছবি: সংগৃহীত

বলিউডের অভিজ্ঞ অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন। বহুবার ছবিশিকারিদের সঙ্গে তীব্র আচরণ করে খবরে এসেছেন।  এবার তার মেজাজি স্বভাবের কারণ সামনে আনলেন তার মেয়ে শ্বেতা বচ্চন। 

জয়া বচ্চন ক্যামেরা দেখলে প্রায়ই বিরক্ত হয়ে ওঠেন।  অনেক সময় অনুরাগীদের বা সংবাদমাধ্যমের লোকজনকে ধমক দেন।  এমনকি কখনও তাদের হাত সরিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।  সম্প্রতি মনোজ কুমারের শেষকৃত্যে প্রকাশ্যে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে।  যেখানে এক অচেনা মহিলা হঠাৎ পেছন থেকে এসে জয়াকে ডাকেন এবং কাঁধে হাত রাখেন।  এতে চমকে গিয়ে তিনি ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং এক ব্যক্তিকে কড়া ভাষায় বকাবকি করেন।

অভিনেতা অভিষেক বচ্চন গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে জানান , এখন আর বিমানবন্দরে মা জয়া বচ্চনকে দেখলে ক্যামেরা তাক করে ছুটে যান না।  বরং , তাকে সম্মান জানিয়ে নিরাপদে চলার পথ করে দেন।  মেয়ে শ্বেতা বচ্চনও এমনটাই জানিয়ে বলেন , তার এমন আচরণের পেছনে রয়েছে একটি শারীরিক সমস্যা।  অর্থাৎ , দমবন্ধ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে হঠাৎ বেশি ভিড় বা লোকজন দেখলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।  এমনকি চিৎকার বা বিরক্তি প্রকাশ করেন।  মা জয়ার এমন আচরণের কারণে এখন ছবিশিকারিরাও অনেকটাই সাবধান। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন