শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নতুন শুল্কনীতি ৩ মাসের জন্য স্থগিত করায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিভায়েড পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব।‘
এর আগে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে ওপর নতুন শুল্কনীতি জারি করে মার্কিন প্রেসিডেন্ট।
বাংলাদেশের ওপর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে শুল্কহার ৩৭ শতাংশ করা হয়। ফলে, নতুন শুল্ক হারের কারণে বাংলাদেশের রপ্তানি বাজারে শঙ্কা দেখা দেয়। বিশেষ করে পোষাকখাতে।
এরই প্রেক্ষিতে গেলো ৭ এপ্রিল ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও প্রস্তাব দিয়েছিলেন তিনি।
এমএ//