ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ১০

ইয়েমেনের বন্দরশহর হোদেইদায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাশিরা এক প্রতিবেদনে করেছে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী রয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসারাইলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল কিংবা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।এরপ্রেক্ষিতে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
গেলো ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। এর তিন দিন পর ১৮ মার্চ থেকে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরাইল।
এমএ//