খেলাধুলা

মেসি নৈপুণ্যে পিছিয়ে থাকা মায়ামি উঠলো সেমিতে

ছবি: গেটি ইমেজ

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির (এলএএফসি) বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটিয়েছে মেসির দল। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নৈপুণ্যে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির জন্য সুখকর ছিল না। মাত্র ৯ মিনিটেই অ্যারন লংয়ের গোলে এগিয়ে যায় এলএএফসি। তবে ৩৫ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান মেসি।

প্রথমার্ধে ১-১ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। ৬১ মিনিটে অ্যালেনের চিপ করে বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন রেদোনদো। দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন সমতায় থাকলেও অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে ছিল এলএএফসি।

৬৭ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে মেসির পা থেকে আসে দলের তৃতীয় ও তার দ্বিতীয় গোল। ৮৪ মিনিটে করা সেই গোলের ফলেই ইন্টার মায়ামি জায়গা করে নেয় শেষ চারে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন