আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন ফাতিমা

২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন আমির খান। আর এই বিচ্ছেদের পরই একাধিক নারীর সঙ্গে অভিনেতার নাম জড়ানো শুরু হয়। তবে এর মধ্যে অন্যতম ছিল ফাতিমা সানা শেখের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন।
আমির এবং ফাতিমাকে 'দঙ্গল' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। যেখানে আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা । ছবির সাফল্য ও তাদের সহ-অভিনয়ের পরই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা রকম গুঞ্জনের শুরু হয়।
গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ফাতিমা জানান , এক দল মানুষ যারা আমাকে চেনেনই না , তারা আমাকে নিয়ে লেখালিখি করছেন। তিনি বলেন , সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন মোটেই আমার জন্য ইতিবাচক প্রভাব ফেলতো না। বরং , আমার মনের উপর গভীর প্রভাব পড়ত। আমি চাই না মানুষের মধ্যে আমার ব্যাপারে কোনো ভুল ধারণা গড়ে উঠুক। গুঞ্জন সম্পর্কে আমার অনুভূতি খুবই বিরক্তিকর ছিল। তবে এখন এটি এড়িয়ে যেতে শিখেছি। তবুও কখনও কখনও খুব খারাপ লাগে।
অন্য এক সাক্ষাৎকারে ফাতিমা আমিরের প্রশংসা করে বলেন, আমিরের সঙ্গে কাজ করা আমার জন্য খুবই সহজ ছিল।
বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের প্রেমের সম্পর্ক বেশ চর্চায়। তবে ফাতিমার সঙ্গে এখনও তার সম্পর্কের গুঞ্জন শিরোনামে রয়েছে।
এসকে//