খেলাধুলা

মেসির সঙ্গে ইন্টার মায়ামির সম্পর্ক দীর্ঘ হচ্ছে

ছবি: গেটি ইমেজ

ইন্টার মায়ামিতে এখনই শেষ হচ্ছে না লিওনেল মেসির ফুটবল অধ্যায়। তা যে আরও কিছুদিন চলবে, এখন অনেকটাই পরিস্কার। অন্তত আরও এক বছর, অর্থাৎ ২০২৬ সালটা মায়ামিতেই কাটিয়ে দেবেন মেসি। জানা যায়, মৌখিকভাবে সব আলোচনাই সম্পন্ন হয়ে গেছে। এখন কেবল লিখিত চুক্তি বাকি।

সম্প্রতি দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের দাবি, ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি নবায়নের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখন কেবল কাগজপত্রে সই করা বাকি আছে।

মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সেই ক্লাবের চিত্র পাল্টে যায়। শুধুমাত্র ক্লাব নয়, মেজর লিগ সকার থেকে শুরু করে পুরো ক্রীড়া ব্যবস্থার ওপর দেখা যায় আলাদা প্রভাব।

আগামী বছর ইন্টার মায়ামি তাদের নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে। সেই স্টেডিয়ামে মেসি খেলবেন, এমন আশা রাখছেন মায়ামি ক্লাব কর্তৃপক্ষ। আপাতত সবাই অপেক্ষায় আছেন অফিশিয়াল চুক্তির জন্য।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন