আন্তর্জাতিক

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চলছে

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে ওমানের রাজধানী মাস্কটে এই আলোচনা শুরু হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইসমাইল বাঘাই জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগছি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনা শুরু করেছে। ওমানি নেতাদের পরিকল্পনা মাফিক একটি স্থানে আলাদা কক্ষে ইসলামিক রিপাবলিক অফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হচ্ছে।

গেলো সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে এই আলোচনা হবে পরোক্ষ।

আর এই আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন