দেশজুড়ে

অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা লুট

ঢাকার সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বংশী নদীতে নৌকা লুটের ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ঘাট ইজারাদার কামরুল ইসলাম। নৌকা দুইটি দিয়ে মিলন ঘাট এলাকায় খেয়া পারাপরের কাজে ব্যবহার করছিলেন তিনি

বুধবার (৯ এপ্রিল)  বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় মিলন ঘাটে বংশী নদীতে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা  পরিচালনা করে আসছি। অন্তর খান নামে কথিত এক ছাত্রদল নেতা ও তার বাহিনী ঈদ উপলক্ষে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় আমি তাদের টাকা দিতে পারবো না বলে জানিয়ে দেই এবং ঈদে পাঞ্জাবি দিবো বলে জানাই

তিনি বলেন,  কিন্তু আজ বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে আসে। সে সময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি।

এ ঘটনা জানতে অভিযুক্ত অন্তর খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, কোনো গোলাগুলি ঘটনা ঘটেনি। তাদের নিজেদের মধ্যে নৌকা নেয়ার ঘটনা ঘটেছে। তবে পিস্তল দিয়ে জিম্মি করে নৌকার নেওয়ার ঘটনা জিজ্ঞাসা করলে ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন