মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ’। বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ। এখনও সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।
পুলিশ পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, এখনও পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনও তাদের একটি গাড়িও কিনে দেয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে তিনি আরও বলেন, এ ব্যাপারে নতুন কোনও আপডেট নেই।
এদিকে থানা প্রাঙ্গণে লালগালিচা দেখে ক্ষোভ ঝেড়ে সিএমপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের একশবার না করার পরেও তোমরা এমনটি করার কারণ বুঝি না। এজন্য কাজ করতে সমস্যা হয়।’ স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে থানায় প্রবেশের আগে লালগালিচা উঠানোর পরেই তিনি থানার ভেতরে প্রবেশ করেন।
আই/এ