বৈঠকের আগেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনা ঘোষণার দুই দিন পর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
বুধবার (৯ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগ বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান যাতে তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে না পারে এজন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কাছে থাকা যাবতীয় ক্ষমতা প্রয়োগ করবে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা, ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি এবং আটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ মোসাল্লাত।
এমএ//