দাবদাহের মাঝেই ঝড়তে পারে স্বস্তির বৃষ্টির

চৈত্রের দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। বাতাসে যেনো আগুনের হল্কা। এই অবস্থায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।
সেই সঙ্গে মোস্তফা কামাল পূর্বাভাস দিয়েছেন দেশের বিভিন্ন বিভাগে কখন, কোথায় বৃষ্টি ঝরতে পারে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দুপুর ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বিভাগ অনুযায়ী যেসকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে-
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
সিলেট: সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ
ময়মনসিংহ: শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
এমএ//