রেকর্ডের জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই

বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ডের এক দিন পার করল বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের জয় পেয়েছে তারা। যা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়। আর এদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি।
পাকিস্তানের লাহোরে আজ থেকে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ খেলার মিশন। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ইশমা তানজিম মাত্র ৮ রানেই ফিরেছেন। এরপর ফারজানা হক ও শারমিন আক্তার মিলে জুটি গড়ে তোলেন। ফারজানা ফিরেছেন ব্যক্তিগত ৫৩ (৮২) রান করে। শারমিন তখন নিজেকে থিতু করে নিয়েছেন।
ফারজানা ফেরার পর দলীয় অধিনায়ক নিগার সুলতানা ক্রিজে আসেন। শারমিন ও নিগার মিলে দলকে বড় জায়গায় নেওয়ার স্বপ্ন দেখান। শারমিন হাফ সেঞ্চুরি করে বড় সংগ্রহের দিকে তাকাচ্ছেন, ততক্ষণে নিগার সুলতানা নিজেকে এগিয়ে নিয়েছেন একটু একটু করে।
নিগারের ব্যাটে ফিফটি আসে ৪৫ বলে। তিনি সেঞ্চুরির ঘরে পৌঁছেছেন ৭৮ বলে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৮০ বলে ১০১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে শারমিন অপরাজিত ছিলেন ১২৬ বলে ৯৪ রানে।
বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশের পক্ষে বল হাতে ৫ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার চানিদা সুথিরুয়াং।
এমএইচ//