আওয়ামী লীগ ইসরাইলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে : সালাহ উদ্দিন

আওয়ামী লীগ ইসরাইল থেকে আড়িপাঁতার যন্ত্র কিনে, দেশটিকে পরোক্ষভাবে সমর্থন দেয়। আওয়ামী লীগ ইসরায়েলের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরাইলি বাহিনীর বর্বর হমলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানি র্যালি করছে বিএনপি। র্যালিপূর্ব সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ-পরোক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
তিনি বলেন, ইন্দো-মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে। জাতিসংঘের কোনও সিদ্ধান্ত ইসরায়েল তোয়াক্কা করে না। গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকার জন্য সারাবিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
এর আগে বিএনপির চেয়ারপার্সনে রাজনৈতিক কার্যালয়ে, সম্প্রতি বিমান তৈরি করে আলোচনার জন্ম দেয়া জুলহাস মোল্লার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর্থিক সহযোগিতা তুলে দেন সালাহ উদ্দিন আহমেদ ।
মানিকগঞ্জের এ যুবক সম্প্রতি এক সিটের হালকা ধরনের বিমান তৈরি করে এবং সেটি উড়িয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে এ বিএনপি নেতা বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বিএনপি।
তিনি আরও বলেন, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট-আরসি’ মডেলের একটি বিমান তৈরি করে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আই/এ