জাতীয়

পয়সা খাবেন, কাম করবেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জের  রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে কাজে অবহেলা দেখতে পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ফোনে  এক কর্মকর্তার প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, ‘পয়সা খাবেন, পকেটে ঢোকাবেন খালি; কাম করবেন না। শোনেন, না হলে আপনারে কিন্তু রিপেয়ার করে দেব।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে এক কর্মকর্তার প্রতি ক্ষোভ ঝাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায় উপদেষ্টা বলছেন, জানেন না যে আমরা এখানে আসব। ও, আপনি খোঁজও রাখেন না। খরচার হাওরের রাবার ড্যাম লিক হয়েছে কেন? কয়দিন লাগবে? শোনেন, না হলে কিন্তু আপনারে রিপেয়ার করে দেব, বুঝতে পারছেন। পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাজ করবেন না

এসময় রাবার ড্যাম মেরামতের জন্য ওই কর্মকর্তাকে ৭ দিন সময় দেন তিনি। পরে তাকে ঘটনাস্থলে আসতে বলেন।

এর আগে বিকাল সাড়ে তিন টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের পার্শ্বে দেখার হাওরের বোরো ধান কাটা আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন কালে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকরাই আমাদের বড় প্রাণ, কৃষকদের কথা সবার চিন্তা  করতে হবে। প্রায় ৪০ ভাগ শ্রমিক কৃষির সাথে জড়িত। কিন্ত কৃষকরাই সবচেয়ে বেশী বঞ্চিত হয়। কৃষকের কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা সবার করতে হবে। সরকার বি এ ডিসির মাধ্যমে সার, বীজ, পানি সহ সব ব্যবস্থা করে দিয়েছে। ৫শ কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছি কিন্ত এর পর ও আমি আসার সময় দেখলাম সব জমি খালি পড়ে আছে।

 

তিনি আরও বলেন, কৃষক ভাইরা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে তাই কৃষকরাই আমাদের চাইতে ধন্যবাদ পাওয়ার বেশী উপযুক্ত। আপনারা কম দামে জিনিস খেলে খুশী হন কিন্ত কৃষক বঞ্চিত হন। এবার আলু ভাল ফলন হলেও কৃষকরা দাম পাচ্ছেন না ।ধানের মোটামুটি  ন্যায্য দাম এজন্য দিয়েছি যাতে কৃষকরা বঞ্চিত না হন। ধান সংগ্রহ করতে যেন দালাল, ফড়িয়া মুক্ত হয় প্রকৃত কৃষক গুদামে ধান বিক্র করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা উন নবী ,সিলেট রেঞ্জ ডিআইজি মোশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগের  পরিচালক বিমল চন্দ সোম প্রমুখ উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন