দেশজুড়ে

মাদ্রাসার ছাত্রীদের শোবার কক্ষে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর

ছবি: সংগৃহীত

যশোর শার্শা উপজেলায় একটি কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে ছাত্রীদের কক্ষ থেকে সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে (৪০) থানায় ধরে নয়ে গেলেও পরে হাজিরার শর্তে ছেড়ে দেন,

বুধবার (১০ এপ্রিল) বিকেলে ওই মাদ্রাসার ছাত্রীদের অভিভাবকদের দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  মাদ্রাসাটিতে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে এক অভিভাবক যশোরের পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও তিনি  ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, মেয়েদের শোবার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে। এটা কেউ করতে পারেন না।

শিক্ষক আবু তাহের দাবি করেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখেন, তখন তাঁর স্ত্রী সঙ্গে থাকেন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষক, যিনি একজন নারী

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান  জানান,  পুলিশ মাদ্রাসা থেকে ১৬টি সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্র জব্দ করেছেযখনই ডাকা হবে, তখনই হাজির হওয়ার শর্তে পরে আবু তাহেরকে ছেড়ে দেয়া হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন