শোভাযাত্রা চলাকালীন মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ থাকবে

বাংলা নববর্ষের শোভাযাত্রা চলাকালীন রাজধানী ঢাকায় মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠা-নামা বন্ধ থাকবে। সকাল থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত এই দুই স্টেশনে উক্ত নির্দেশনা চালু থাকবে।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগামী ১৪ এপ্রিল বরাবরের মতো সারাদেশে পালিত হবে নববর্ষের অনুষ্ঠান। বর্ষবরণে এবার প্রচলিত শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা এখন ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পালিত হবে।
এমএইচ//