জনদুর্ভোগ

রাজধানীতে ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা, ভোগান্তিতে বাসিন্দারা

ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুর, মগবাজার ও মধুবাগ এলাকায় ওয়াসার পানিতে পোকা ও দুর্গন্ধ দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গেলো এক সপ্তাহ ধরে কল ছাড়লেই আসছে ময়লা ও  দুর্গন্ধযুক্ত পানি। এছাড়া পানির আসছে অসংখ্য ছোট ছোট পোকা। পান করার উপযোগী না হলেও বাধ্য হয়ে ওই পানি দিয়েই গোসল, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করতে হচ্ছে অনেককে।

মধুবাগের এক বাসিন্দা জানান, এই পানি দিয়ে রান্না-বান্না তো দূরের কথা, গোসল করতেও অনীহা সৃষ্টি হয়েছে। বাসার ছোটরা পানি মুখে দিতে চায় না। বিকল্প হিসেবে পাম্প থেকে পানি এনে ব্যবহার করছেন তারা।

অন্য এক বাসিন্দা বলেন, ট্যাংক পরিষ্কার করার পর কিছুদিন ভালো থাকে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের পোকা দেখা দেয়।

কল্যাণপুরের এক ভুক্তভোগী জানান, দেড় মাস ধরে ট্যাপের পানি একেবারেই ব্যবহার করা যাচ্ছে না। আগে অন্তত ফুটিয়ে কাজ চালানো যেত, এখন সেটা করাও সম্ভব নয়। পোকা আটকাতে কলের মুখে কাপড় বেঁধে রাখতে হচ্ছে।

দুষিত পানি ব্যবহারের ফলে অনেকেই পেটের সমস্যা ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান স্থানীয়রা।

এই অবস্থায় ওয়াসার সঙ্গে যোগাযোগ করলে মধুবাগে যায় তাদের একটি দল। তারা কয়েকটি বাসা থেকে নমুনা সংগ্রহ করে পানিতে পোকা থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ব্যবহারকারীদের দোষারোপ করে ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী জানান,  ঠিকমতো ট্যাংক পরিষ্কার না করার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ওয়াসার লাইনের পানি পরিষ্কার আছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এলাকাবাসী। তারা বলেছেন, নিয়মিত ট্যাংক পরিষ্কার করলেও সমস্যা থেকে যাচ্ছে।

বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে পরিদর্শনে আসা কর্মকর্তারা আশ্বাস দেন, সংশ্লিষ্ট এলাকায় পাইপলাইন পরীক্ষা করে দেখা হবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন