বাংলাদেশ

'মঙ্গল শোভাযাত্রা' নয়, এবার 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'

ছবি: সাদমান সাকিব

বাংলা নববর্ষে বর্ষবরণের প্রচলিত অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা নামে এতদিন হয়ে আসছিল। এই নামটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলা নববর্ষের প্রচলিত আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই শোভাযাত্রা। বর্ষবরণের অনুষ্ঠানের প্রথম প্রহর শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। এবার নতুন বাংলা বছরের আগমনী বার্তা শুরুর পর থেকেই মঙ্গল শোভাযাত্রা নামটি নিয়ে আলোচনা হয়। শোভাযাত্রার মঙ্গল অংশটি নিয়ে বিভিন্ন মহলে আপত্তি চোখে পড়ে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি নিজেদের আমলে নেয়।

শেষ পর্যন্ত চারুকলা অনুষদের এই অনুষ্ঠানের নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হলো।

জানা যায়, এবারের আয়োজনে বাংলাদেশের বসবাস করা ২৮ টি জাতিগোষ্ঠী অংশ নেবেন। আজ সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।

প্রসঙ্গত, চারুকলা ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে এই শোভাযাত্রার নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। এরপর নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন