ক্যাম্পাস

পহেলা বৈশাখ উদযাপনে ড্যাফোডিলে আলপনা উৎসব ও মঙ্গল শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরকে বরণ করে নিলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআই ইউ’র)  ক্লাবসমূহ ।  ‘বৈশাখ পার্বণে-১৪৩২’ শিরোনামে দু’দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয় ।  আয়োজনে গ্রামীণ সংস্কৃতি ,  চিরচেনা বাঙালিরূপের ঐতিহ্য তুলে ধরা হয়।  

বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ ) মোঃ আনোয়ার হাবিব কাজল জানিয়েছেন ,  আয়োজনের মূল আকর্ষণ ছিলো আলপনা উৎসব ।  ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলে এই উৎসব ।  বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ থেকে শুরু করে নলেজ টাওয়ার ও স্বাধীনতা সম্মেলন কেন্দ্র পর্যন্ত আলপনা আঁকেন শিক্ষার্থীরা।  

১৪ এপ্রিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা ।  শোভাযাত্রায় প্রদর্শন করা হয় প্রতীকী বাঘ , ইলিশ , পেঁচা ছাড়াও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ , মুখোশ , বাঙালি সাজ-সজ্জার বর্তমান প্রেক্ষাপটে নানা অশুভ শক্তি দূর করার বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ।  আয়োজন করা হয় গান , মেহেদি উৎসব , বৈশাখী মেলা , পুঁথিপাঠ , সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন