যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরাইলের; প্রতিক্রিয়ায় যা জানালো হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরাইল। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরাইলের ওই প্রস্তাব উপস্থাপন করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসকে নিরস্ত্রীকরণের রূপরেখা দিয়েছে ইসরাইল।
নতুন এই প্রস্তাবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১২০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।
ইসরাইলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব খতিয়ে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র হামাস।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ নিয়ে প্রতিক্রিয়া জানাবে তারা। একই সঙ্গে গাজায় সংঘাত বন্ধ করে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, তাদের চাওয়া ছিল ইসরাইলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। অথচ প্রস্তাবে তা আসেনি।
নতুন প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ চাওয়া হয়েছে। কিন্তু হামাস এই প্রস্তাবে কখনোই রাজি হবে না বলে জানিয়েছেন সামি আবু জুহরি।
এমএ//