মা-শিশুসহ বস্তাবন্দি তিন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহ মা ও তার সন্তানদের বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জের পুকুরপার থানার মিজমিজি পশ্চিমপাড়ার আ. ছামাদের মেয়ে স্বপ্না আক্তার, লামিয়া আক্তার ও তাঁর সন্তান আব্দুল্লাহ (৪)।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকার একটি পুকুর পাড়ে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ চাপা দিয়ে রাখা হয়েছিল। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।
আই/এ