আন্তর্জাতিক

মুম্বাই হামলা: অভিযুক্ত রানাকে ভারতের কাছে হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

পাকিস্তানি বংশোদ্ভূত শিকাগোর ব্যবসায়ী তাহাউর রানা

২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত শিকাগোর ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। কানাডার নাগরিক রানাকে বহনকারী একটি বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করেছে। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) বিষয়টি নিশ্চিত করেছে।  

শুক্রবার এনআইএ এক বিবৃতিতে জানায়, জিজ্ঞাসাবাদের জন্য  রানার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুম্বাইয়ের একটি আদালত। ২০০৮ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলার পিছনের ষড়যন্ত্র খুঁজে বের করতে রিমান্ডে রানাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রখ্যাত আইনজীবী  নরেন্দ্র মানকে এই মামলা লড়াইয়ের জন্য নিয়োগ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

ভারতের অভিযোগ, ৬৪ বছর বয়সী রানা তাঁর বাল্য বন্ধু ডেভিড হ্যাডলির মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বাকে মুম্বাই হামলার জন্য সহায়তা করেছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ সদস্যদের একটি সন্ত্রাসী দল মুম্বাইয়ের একটি স্টেশন, হোটেল, ক্যাফে ও  ইহুদী সেন্টারে হামলা চালায়। এই হামলায় মারা যায় ১৬৬ জন মানুষ। আহত হয় অনেকে।  

২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত রানাকে মুম্বাই হামলায় সম্পৃক্ততার অভিযোগ থেকে মুক্তি দিলেও জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে সহায়তার দায়ে ২০১৩ সালে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে রানা কারাগার থেকে ছাড়া পান। ভারত প্রত্যর্পণের অনুরোধ করলে তাকে ফের গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত রানাকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দিলেও মার্কিন সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য তা আটকে ছিল।

এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রানা ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রানা মার্কিন আদালতে আপিল করলেও দেশটির সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

পাকিস্তানে বেড়ে ওঠা রানা সেনাবাহিনীর মেডিকেল কর্পে যোগ দেওয়ার আগে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। তিনি ও তার চিকিৎসক স্ত্রী দুজনই ২০০১ সালে কানাডার নাগরিকত্ব পান।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন