আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৬

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে গেলো ২৪ ঘণ্টার‍্য আরও ২৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। আহত হয়েছে অন্তত ১০৬ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত বিমান হামলার মাধ্যমে এই হত্যাযজ্ঞ চালানো হয়। খবর আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গেলো দেড় বছরে উপত্যকাটিতে ৫০ হাজার ৯১২ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। নিহত ও আহতদের মধ্যে ৬৫ শতাংশই নারী ও শিশু।

১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গেলো ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাল। কিন্তু যুদ্ধবিরতির দুমাস শেষ হওয়ার আগেই গেলো ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গেলো ১৫ দিনে গাজায় ২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

তবে অভিযান বন্ধ করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছিলো জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে নেতানিয়াহু জানিয়েছে অভিযানের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন