বিনোদন

১৩ বছর আগের হোটেল কাণ্ডে ফের আদালতের দ্বারস্থ সাইফ

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলি খানের জীবনে ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না।  কিছু মাস আগেই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।  তার মধ্যেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ১৩ বছর আগের এক পুরনো ঝামেলা। যা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

ঘটনাটি ঘটে ১৩ বছর আগে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে।  সাইফ আলি খান সেদিন তার ঘনিষ্ঠ বন্ধু কারিশ্মা কাপূর, মালাইকা আরোরা ও অমৃতা অরোরাকে সঙ্গে নিয়ে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন।  হাসি-আড্ডায় মশগুল ছিলেন তারা।

তাদের এই উচ্চস্বরে হাসাহাসি ভালোভাবে নেননি একই হোটেলে উপস্থিত দক্ষিণ আফ্রিকার এক প্রবাসী ব্যবসায়ী ইকবাল মীর শর্মা।  তিনি আপত্তি জানানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে।  অভিযোগে জানা যায়,  রাগের মাথায় সাইফ ওই ব্যবসায়ীকে ধমক দেন এবং এক পর্যায়ে তার নাকে ঘুষিও মারেন।

এ ঘটনায় ইকবাল মীর শর্মা কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।  যদিও সাইফের দাবি, সেই ব্যবসায়ী তার সাথে থাকা মহিলাদের অসম্মান করেছিলেন।  শুধুমাত্র তাদের সম্মান রক্ষার জন্যই প্রতিবাদ করেছিলেন তিনি।

ঘটনার পর সাইফ নাকি ক্ষমাও চান।  কিন্তু ইকবাল শর্মা তাতে সন্তুষ্ট হননি। সাইফ পাল্টা অভিযোগ জানিয়ে বলেন , ওই ব্যবসায়ী নাকি পরে শৌচালয়ে গিয়ে তাকে মারধর করেন।

১৩ বছর পর ফের শুরু হয়েছে সেই মামলার শুনানি।  সেই সময়ের অন্যতম সাক্ষী অমৃতা অরোরা ও মালাইকা অরোরাকে আবারও আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।  যাকে কেন্দ্র করে আবারও পুরনো এক ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন