আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে!

বলিউডের জনপ্রিয় হার্টথ্রব কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবনকে ঘিরে বরাবরই রয়েছে কৌতূহল। এক সময় তার সঙ্গে সারা আলি খান, জাহ্নবী কাপূর ও অনন্যা পাণ্ডের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গেছে। এবার সেই সম্পর্কের শিরোনামে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।
বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, অনুরাগ বসুর আসন্ন একটি ছবিতে জুটি বাঁধছেন কার্তিক ও শ্রীলীলা। সেই ছবির শুটিং চলছে উত্তরবঙ্গ ও সিকিমে। সেখান থেকেই শুরু হয়েছে সম্পর্কের এক নতুন গুঞ্জন। শুধু শুটিং নয় দিন কয়েক আগে শ্রীলীলাকে দেখা গিয়েছিল কার্তিকের বাড়ির পার্টিতেও। বলিপাড়ায় চলছে কানাঘুষো। তাদের সম্পর্ক নাকি শুধু পর্দায় সীমাবদ্ধ নেই।এমনকি কার্তিকের মা-ও নাকি তাদের এই সম্পর্ক নিয়ে ইতিবাচক।
শুটিং সেটের কিছু ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে । ভক্তরা তাদের অফস্ক্রিন রসায়ন দেখেই ধরে নিচ্ছেন,যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে।
সম্প্রতি কার্তিক আরিয়ান গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে বলেছেন, "আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হয় যে আজকাল নতুন কারও সঙ্গে পরিচিত হতেও অদ্ভুত লাগে। কিছুটা সত্যি,আবার কিছুটা বানানো। আমি শুধু এটুকুই বলব, আমি সিঙ্গেল। তবে এখন বুঝে গেছি, ব্যক্তিগত জীবন নিয়ে আমাকে আরও সচেতন থাকতে হবে।
এসকে//