মার্চ ফর গাজা
সোহরাওয়ার্দীতে জড় হতে শুরু করেছে মানুষ

দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা।‘ বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে জড় হতে শুরু করছে মানুষ।
ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতকা, সাদা পতাকা নিয়ে রাজপথে নেমেছে জনতা। কেউ নিজের সাথে নিয়ে এসেছে পতাকা, কেউবা সোহরাওয়ার্দীর গেট থেকে কিনছে পতাকা।
টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছেন নাজমুল হোসাইন।
নাজমুল জানান, এখানে এসেছি শুধু পতাকা বিক্রি করতে না, মুসলমানদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। বিকেলে অনুষ্ঠান হলেও এখনই সামনের রাস্তাগুলোতে পা ফেলার জায়গা নেই।
নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা৷ তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে৷
কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সরেজমিনে শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে মঞ্চ নির্মাণের কাজ করতে দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের।
কর্মসূচি অনুযায়ী শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ’ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না।
এমএ//