জাতীয়

পুড়ে গেছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, যা জানালো চারুকলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে নির্মিত একটি ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। কে বা কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ।

আগুনে উক্ত প্রতিকৃতিটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং ‘শান্তির পায়রা’ প্রতিকৃতিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, এটি দুর্ঘটনাজনিত না কি উদ্দেশ্যপ্রণোদিত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

বহু পরিশ্রমে প্রস্তুতকৃত শিল্পকর্ম পুড়ে যাওয়ায় আয়োজকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও, তাঁরা জানিয়েছেন যে পহেলা বৈশাখের উৎসব আয়োজন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই চলবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন