‘মার্চ ফর গাজা’: ছবিতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ

গাজায় দখলদার ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।
বিকেল ৩টায় কর্মসূচির ডাক থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে শুরু করে। মিছিল, ব্যানার, ও ফিলিস্তিনের পতাকা হাতে রাজপথে ঢল নামে জনতার।
শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয় এই প্রতিবাদে। কেউ ফিলিস্তিনি শিশুদের মতো প্রতীকী সাজে, কেউ আবার স্লোগানে মুখর করে তোলে রাজপথ।
এমএ//