পরমাণু কর্মসূচি: বিকেলে হাই প্রোফাইল বৈঠকে বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আজ শনিবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। ওমানের রাজধানী মাস্কটে এই বৈঠক হবে।
ইরানের পক্ষে নেতৃত্ব দিবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ইতোমধ্যে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন। তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সঙ্গে বৈঠক করেছেন।
গেলো সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে এই আলোচনা হবে পরোক্ষ।
আর এই আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
এনএস/