জাতীয়

‘মার্চ ফর গাজা’য় বিনামূল্যে পানি-শরবত বিতরণ

ছবি: বায়ান্ন টিভি

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। প্রচণ্ড গরমের মধ্যেও মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে অংশ নিতে আসা লোকজনের স্বস্তির জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় ‘তাওহীদ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের কাছে ট্রাকে করে পানি ও শরবত সরবরাহ করে সংগঠনটি। মাইকে সবাইকে ডেকে শরবত পান করতে আমন্ত্রণ জানানো হয়, যাতে তাপদাহের মধ্যেও কেউ যেন পানির অভাবে কষ্ট না পান।

সমাবেশে অংশ নেয়া মিজান আহমেদ নামে একজন জানান, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এসেছি। গরমে বেশ ক্লান্ত লাগছিল, তখন এই ঠান্ডা শরবত স্বস্তি দিলো। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

আরেকজন অংশগ্রহণকারী লিটন মাহমুদ বলেন, ‘গরমে বারবার পানি লাগে। কিন্তু বাইরে পানির দামও তো কম না। এই পরিস্থিতিতে ফাউন্ডেশনটি যেভাবে সবার জন্য পানি-শরবতের ব্যবস্থা করেছে, তা অনেকেরই উপকারে এসেছে।’

তাওহীদ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, ‘এই আয়োজন মূলত মানুষের কষ্ট একটু লাঘব করতেই। পাশাপাশি আমরা চাই, মানুষ যেন ইসরায়েলি পণ্য বর্জন করে ফিলিস্তিনিদের সঙ্গে সত্যিকারের সংহতি দেখায়।’

উল্লেখ্য, বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির। মানবতার পক্ষে ও দখলদারিত্বের বিরুদ্ধে এই কর্মসূচিতে রাজধানীজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন