শেষ হলো ‘মার্চ ফর গাজা’: ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্নের আহ্বান

ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এক হয়ে গর্জে উঠলো রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের কাছে আহ্বান জানানো হয়।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের’ উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছেন। শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। মূল মঞ্চে দাঁড়িয়ে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পাঠ করেন ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র।
ঘোষণাপত্রে মুসলিম বিশ্বকে আহ্বান জানানো হয়—ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে, গাজায় আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য দৃঢ় অবস্থান নিতে। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
এই আয়োজনে কোনো দলীয় পরিচয় না থাকলেও বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি, সামাজিক আন্দোলনের কর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এক হন।
এসময় সমাবেশে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হলেও তারা কোনো বক্তব্য দেননি।
বিকেল সোয়া ৪টায় মুফতি আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় সমাপনী মোনাজাত। হাজারো কণ্ঠে প্রার্থনা উঠে আসে গাজাবাসীর জন্য, শান্তির জন্য, এবং জুলুমের অবসানের জন্য।
এমএ//