আন্তর্জাতিক

ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না: মমতা

ভারতে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এমনকি এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব জানান।

পোস্টে মূখ্যমন্ত্রী জানান, ‘বাংলায় এটি (ওয়াকফ আইন) বলবৎ হবে না। যারা দাঙ্গার উসকানি দিচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।‘

তিনি বলেন, ‘আইনটি কেন্দ্র সরকার করেছে, তাই এই সংক্রান্ত যা প্রশ্ন আছে তা কেন্দ্র সরকারকে করতে হবে।‘

রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মমতা ব্যানার্জী বলেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না।

এদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তর প্রদেশেই।

এর আগে গেলো শুক্রবার (১১ এপ্রিল) উত্তরপ্রদেশে শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে মাথাপিছু দুই লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

পশ্চিমবঙ্গে কলকাতায়ও আইনটির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ওয়াকফ আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন