মার্চ ফর গাজা, রাজধানীবাসীকে সড়কে নেমে আসার আহ্বান

মার্চ ফর গাজা কর্মসূচিতে কোনো বক্তৃতা হবে না। বিকেল ৩টা থেকে ৪টা এ সময়ে রাজধানীবাসীকে সড়কে নেমে এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর মঞ্চ থেকে এ ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আজকের কর্মসূচি থেকে কোনো বক্তৃতা দেয়া হবে না। বিভিন্ন এলাকা থেকে মিছিল সমাবেশ স্থলে মিলিত হবে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র পাঠ করা হবে। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আর সবাই সড়কে নেমে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করবে।
ইতোমধ্যেই সমাবেশ স্থল সহরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লাখো জনতা আসা শুরু করেছে।
আই/এ