আন্তর্জাতিক

আলোচনায় বসার কয়েক ঘণ্টা আগে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ওমানে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান কোনভাবেই পরমাণু অস্ত্র বানাতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান ও সুখী দেশ হোক। কিন্তু তাদের কাছে কোন পরমাণু অস্ত্র থাকতে পারবে না।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আজ শনিবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। ওমানের রাজধানী মাস্কটে এই বৈঠক হবে।

রানের পক্ষে নেতৃত্ব দিবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ইতোমধ্যে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন। তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সঙ্গে বৈঠক করেছেন।

গেলো সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে এই আলোচনা হবে পরোক্ষ।

আর এই আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

 

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন