গাজায় বর্বরতার বিরুদ্ধে গানে গানে শিল্পীদের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ ও ধ্বংসযজ্ঞ প্রতিদিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সেই বেদনাদায়ক পরিস্থিতিতে গাজার নিরীহ মানুষ বিশেষত শিশু ও মায়ের কষ্টের প্রতিবাদে এবার গানে সোচ্চার হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক জাহিদ নিরব।
‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামে গানটি গাজায় সংঘটিত বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তৈরি হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান , কনা , মাহাবি , নিবিড় , তুষার , নাঈম এবং স্বয়ং জাহিদ নিরব। এই গানের সুর ও সংগীত করেছেন তিনি নিজেই এবং ভিডিওটি প্রকাশিত হয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
জাহিদ নিরব গণমাধ্যমকে জানান , প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে। একটি হলো নীরবতা , দ্বিতীয়টি হলো শব্দ , আর তৃতীয়টি হলো রক্ত। আমরা শব্দকেই বেছে নিয়েছি। আমরা গানে গানে প্রতিবাদ করেছি। এই গান শুধু একটি সুর নয় , এটি নিষ্পাপ শিশু ও মায়েদের আর্তনাদ এবং হাজারো নিঃস্ব মানুষের হয়ে।
তিনি আরও বলেন , যতদিন গাজায় লাশ পড়বে, আমাদেরও ততদিন রুখে দাঁড়াতে হবে । আমরা যুদ্ধ চাই না, মৃত্যু চাই না । তবে অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।
তাছাড়া গানটির সাথে যুক্ত সকল সহশিল্পী, সঙ্গীতশিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এই গান আমাদের সবার। আমরা এটিকে কপিরাইট মুক্ত রেখেছি, যাতে সবাই এটি শেয়ার করতে পারে , আপলোড করতে পারে এবং আরও অনেক দূর ছড়িয়ে দিতে পারে । প্রতিবাদের এই ভাষা যেন থেমে না যায় ।
এসকে//