‘মার্চ ফর গাজা’: শুরু হয়েছে কর্মসূচির আনুষ্ঠানিকতা

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ফিলস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে কর্মসূচির অনুষ্ঠানিকতা শুরু হয়।
কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিএনপির পক্ষ থেকে থেকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত হয়েছেন।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে আগতদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। সমাবেশস্থলে স্থাপন করা হয় মেডিকেল ক্যাম্প ও তথ্য সহায়তা কেন্দ্র।
এমএ//