জাতীয়

ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুন : ১ জন চিহ্নিত

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় তৈরি করা ফ্যাসিবাদের প্রতিকৃতিশান্তির পায়রামোটিফে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে আগুন দেয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করা গেলেও, তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তারা জানান,  শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মোটিফগুলোতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় তার মুখে মাস্ক থাকায় তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি চারুকলা অনুষদের গেটের প্রাচীর টপকে গাছের নিচের অন্ধকারাচ্ছন্ন জায়গায় অবস্থান নেন। এরপর অনেকগুলো মোটিফের মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতিশান্তির পায়রায়সে তরল পদার্থ জাতীয় কিছু ছিটায়। পরে এদিক ওদিক তাকিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর জানান,  কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা এবং পেছনে চুলে ঝুঁটি করা একজন চারুকলার মাঝখানের গেট (৩ নম্বর গেট) টপকে প্রবেশ করে। কোথা থেকে এসেছে, সেটা বোঝা যায়নি।

তিনি বলেন, ‘প্রবেশ করে প্রথমে ওই ছেলেটি লিকুইড (দাহ্য পদার্থ) দেয়, তারপর পর্দার আড়ালে চলে যায়। তারপর ফুটেজে আমার দেখলাম, সেখানে অগ্নি শিখা। এর মানে হয়তো সে সেখানে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করেছে। তারপর সেখানে গিয়ে ফায়ার করেছে। ছেলেটা যে গেট দিয়ে প্রবেশ করেছে, সেই গেট দিয়েই বেড়িয়ে ছবির হাটের দিকে গেছে।

প্রসঙ্গত,  এ ঘটনায় ঢাবির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন