আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে আবাহনী-মোহামেডান ম্যাচ। ঐতিহ্যবাহী এই ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল। অসুস্থ হওয়ার আগপর্যন্ত মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয় তামিমকে। এর আগে মাঠে ম্যাচ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, বেশ জটিল পরিস্থিতি থেকে এখন অনেকটাই সুস্থ তিনি।
এরমধ্যে গত সোমবার (৭ এপ্রিল) চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তামিম। সেখানে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এখন হাঁটাচলা থেকে শুরু করে স্বাভাবিক জীবন যাপনই করছেন।
মিরপুরে আজ, শনিবার (১২ এপ্রিল) বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান গণমাধ্যমে বলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’
আকরাম গণমাধ্যমে কথা বলার বেশ খানিকটা পর মিরপুরে ম্যাচ দেখতে আসেন তামিম।
এমএইচ//