খেলাধুলা

কোনো ম্যাচ না খেলা ফিলিপসের আইপিএল শেষ

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

আইপিএল থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটান্সের নিউজিল্যান্ড ক্রিকেটার গ্লেন ফিলিপস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গত ৬ এপ্রিল ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস।  

আইপিএল থেকে দেওয়া এক বিবৃতি বলছে, ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন। গুজরাট এখন পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা দল। তারা ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে। যদিও ফিলিপস মাঠে নামেননি এক ম্যাচেও।

সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন ফিলিপ্স। তবে মাঠে আসতে না আসতেই উইকেটরক্ষককে বল থ্রো করতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। প্রসিদ কৃষ্ণার ডেলিভারিতে তখন দৌড়ে রান নিচ্ছিলেন ইশান কিষান ও নিতিশ কুমার রেডি।

জানা যায়, থ্রোটা করার সময় হয়তো তার কুঁচকিতে টান লাগে, যার ফলে এই ইনজুরিতে পড়েন ফিলিপস।

এর আগে,  গুজরাটের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা জরুরি কাজে নিজ দেশে ফিরে গেছেন। তিনি কবে আবার দলে যোগ দেবেন, তা নিয়ে পরিস্কার কিছু জানা যায়নি। এখন পর্যন্ত রাবাদার বদলি খেলোয়াড়ও ঘোষণা করেনি দলটি।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন