আদানির বিদ্যুৎ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে লোডশেডিং বাড়তে পারে। ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট থেকে বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করত আদানি গ্রুপ। গেলো ৮ এপ্রিল একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১ টার কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানিয়েছেন, ‘ত্রুটি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে আদানি। চাহিদার বিপরীতে ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে।’
গত ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১৭ দশমিক ১৩ শতাংশ এসেছে ভারত থেকে। পিজিসিবির ওয়েবসাইটে দেখা গেছে, ৭ এপ্রিল দুপুর ১টায় ভারত থেকে আদানির ১৩০৩ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছে।
পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল রোববার লোডশেডিং আরও বাড়তে পারে। ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি।
তবে আজ শনিবার সন্ধ্যায় আদানির একটি ইউনিট চালু করার কথা রয়েছে।
আই/এ