প্রিমিয়ার লিগের পেজে হামজা ও বাংলাদেশ

ক্লাব ফুটবলে ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে সেরা হিসেবে দাবি করেন বেশিরভাগ ফুটবলপ্রেমী। প্রিমিয়ার লিগের সঙ্গে এখন বাংলাদেশের নামটাও যুক্ত। লিস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন। যদিও তিনি এখন লোনে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন।
শনিবার (১২ এপ্রিল) প্রিমিয়ার লিগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।
এখন পর্যন্ত ১২৬ টি দেশ থেকে ফুটবলাররা খেলেছেন প্রিমিয়ার লিগে। তাদের স্মরণ করেই পোস্টটি দেওয়া হয়েছে। যে দেশ থেকে একাধিক ফুটবলার খেলেছেন, তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার আনা হয়েছে এখানে।
এই প্রতিনিধিত্বকারীদের মধ্যে আছেন বাংলাদেশের হামজা চৌধুরী। যেখানে দেখা যায় বাংলাদেশের একটি মানচিত্র আঁকা, সেখানে হামজাকে চিহ্নিত করা হয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজার। দক্ষিণ এশিয়া থেকে হামজা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তিনি লিস্টার সিটির হয়ে মোট ৫৭ টি ম্যাচ খেলেছেন।
এমএইচ//