আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে চায় ট্রাম্পের দূত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

গেলো সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো এক আলোচনাকারী সঙ্গে খাবার খাওয়ার ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকফ ইউক্রেনে যুদ্ধ বিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে কাজ করছে। ওই বৈঠকে উইটকফ ট্রাম্পকে একটি পরিষ্কার বার্তা দেন।

উইটকফ বৈঠকে বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের দ্রুত পন্থা হলো একটি পরিকল্পনাকে সমর্থন করা, যার মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলের মালিকানা রাশিয়াকে দিয়ে দেয়া। ২০২২ সালে এসব অঞ্চলকে রাশিয়া জোর করে নিজেদের ভুখন্ডে যুক্ত করতে চেয়েছিলো। বিষয়টি নিয়ে জানা আছে এমন দুইজন মার্কিন কর্মকর্তা ও পাঁচজন ব্যক্তি সংবাদসংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।   

গেলো মাসে উইটকফ রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করেছিলো। তবে ইউক্রেন  বিষয়টি বরাবরই প্রত্যাখান করে আসছে। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা একে রাশিয়ার সর্বোচ্চ দাবি হিসেবে বাতিল করে দেয়।

ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত জেনারেল কেইথ কেলগ স্টিভ উইটকফের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, বিবাদমান ভূমি নিয়ে ইউক্রেন কিছু ছাড় দিতে চাইলেও এসব মালিকানা পুরোপুরি রাশিয়ার কাছে ছেড়ে দিতে কখনো রাজি হবে না। সূত্রগুলোর মধ্যে দুইজন বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ইউক্রেনে যুদ্ধ বন্ধে মার্কিন কৌশল পরিবর্তনে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়। এরপরে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ পুতিনের সঙ্গে দেখা করতে শুক্রবার রাশিয়া সফরে যান।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন