দল হিসেবে নয় ভারত দেশ হিসেবে ফাংশন করবে, প্রত্যাশা সারজিসের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি যে ভারত রাজনৈতিক দল হিসেবে নয় বরং ভারত একটা দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সঙ্গে তার যে বাণিজ্যিক চুক্তিগুলো সেগুলো করবে এবং বজায় রাখবে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় জেলা প্রশাসন ইকোপার্কে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করা প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমরা বলেছি কিন্তু, বাংলাদেশ-ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে, আমরা এটা প্রত্যাশাও করি না। কিন্তু ভারতের কাজ, তারা বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে এই জিনিসগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। একটা জিনিস কি, কোনো কিছু কখনো থেমে থাকে না।’
তিনি বলেন, ‘আমরা মনে করি শুধু ভারত নয়, পৃথিবীর যেকোনো দেশ যদি তাদের জায়গা থেকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা অন্য সুযোগ–সুবিধার জায়গায় আমাদের এ রকম চেপে ধরার চেষ্টা করে, আমরা মনে করি পুরো বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে’।
শামসুজ্জামান দুদুর করা মন্তব্য নিয়ে তিনি বলেন, দুদু ভাই যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত মন্তব্য। দল হিসেবে বিএনপির নয়। তারা আমাদের রাজনীতির সিনিয়র, তাদের দেখে আমরা শিখবো। কিন্তু তারা যদি তাদের অনুজদের সামনে রেখে প্রতিহিংসামূলক কথা বলার সংস্কৃতি আবার তৈরি করেন যেমনটি শেখ হাসিনা ড. ইউনুস ও খালেদা জিয়াকে ছোট করে কথা বলতেন যা রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নষ্ট করে ফেলেছিল। আমরা একই সংস্কৃতি তাদের মাধ্যমে আর দেখতে চাই না।
তিনি আরও বলেন, লেখাপড়ার পরিবেশ একেবারে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা ঠিক নয়। তবে কিছুটা বিঘ্নিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা কথা বলছেন এই মানুষগুলো আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন কিনা তার নিশ্চিয়তা ছিলো না।
আই/এ