খেলাধুলা

ক্যাম্প সামনে রেখে সিলেটের উদ্দেশে টাইগার ক্রিকেটাররা

ছবি: গেটি ইমেজ, ফাইল

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আবারও তারা ফিরতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। সে লক্ষ্যে আজ, শনিবার থেকেই সিলেটের উদ্দেশে যাত্রা করছেন ক্রিকেটাররা।

প্রথম ধাপে কোচিং স্টাফের সদস্যর সিলেটে যাচ্ছেন। ডিপিএলে খেলেছেন জাতীয় দলের এমন ক্রিকেটাররাও যাচ্ছেন আজ। বাকিরা দ্বিতীয় ধাপে আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা যায়।

আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল হবে প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন