হাসপাতালে সেনাবাহিনীর অভিযান, চোরাই ওষুধসহ আটক-২

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ঔষুধসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ঔষধ চুরিতে সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদেও জন্য নিয়ে যায় সেনাবাহিনী।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে হাসপাতালের অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় হাসপাতাল থেকে দেয়া ৫০টি স্লিপ অনুযায়ী ১৪ প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার বেগমগন্জ ইউনিয়নের মোল্লার হাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম।
এই ৫০ টা স্লিপে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হকের সই থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্বর থেকে সরকারি ঔষুধসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
তাদের নিকট হাসপাতালের বিভিন্ন প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ ঔষুধ নেয়ার ৫০টি স্লিপ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ জনবল সংকটের কারনে ঔষুধ চুরির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সচেতন হওয়ার কথা জানান তিনি। আর হাসপাতালের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথাও জানান হাসপাতালের তত্বাবধায়ক।
আই/এ