ফিলিস্তিনে ছক্কা ও উইকেট প্রতি লাখ টাকা দেওয়ার ঘোষণা মুলতানের

পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস ঘোষণা দিয়েছে চলমান আসরে প্রতিটি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ১ লাখ পাকিস্তানি রূপি ফিলিস্তিনে অনুদান দেবে।
মুলতানের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানান, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’
মুলতান সুলতানসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টেও এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি বলেন, ‘আমাদের দলের কোনো ব্যাটার ছক্কা মারলেই আমরা ১ লাখ রুপি ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে। তাই ঠিক করেছি, প্রতি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান।‘
ফিলিস্তিনি শিশুদের জন্য কাজ করছে এমন সংস্থাকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এবারের পিএসএলে বাংলাদেশি ৩ ক্রিকেটার খেলছেন। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন আর নাহিদ রানা ডাক পেয়েছেন পেশোয়ার জালমিতে।
এমএ//