প্রেমে মজে আমির! প্রেমিকার হাত ধরে কমেডি ফেস্টিভ্যালে অভিনেতা

গেলো বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। চলতি বছর জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা আমির খান। দুটি বিবাহ বিচ্ছেদের পর ফের নতুন করে প্রেমে পড়েছেন তিনি। আমিরের এই নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য, এমনকি সাবেক স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে। তারপর থেকে কখনও বাড়ির সামনে বা কখনও গাড়িতে ওঠার সময়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন আমির ও গৌরী।
এবার ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে গৌরীকে নিয়ে হাজির হলেন আমির। ট্রাডিশনাল সাজে সেজে ছিলেন দুজনেই। নতুন বান্ধবীর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল অভিনেতাকে। অভিনেতার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনা অভিনেতা শেন টিং এবং মা লি।
আমিরের পরনে ছিল কালো পাঞ্জাবির সঙ্গে কাজ করা কালো রঙের শাল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। অন্য দিকে গৌরী বেছে নিয়েছিলেন আকাশি রঙের ফুলছাপ শিফন শাড়ি। তার সঙ্গে পরেছিলেন গলায় ভারী হার ও চোখে চশমা।
গৌরী বেঙ্গালুরু নিবাসী। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তারা।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। ২০০২ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে হয় কিরণ দত্তের সঙ্গে, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ২০২১ সালে। জীবনের সায়াহ্নে এসে আবার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছেন আমির।
আমিরের বক্তব্য, আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে। অন্য দিকে গৌরী বলেছেন, আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম। নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? এই বিষয় নিয়ে নাকি এখনও ধন্দে রয়েছেন অভিনেতা।
জেএইচ