আন্তর্জাতিক

আজ থেকে ওমরাহ করতে সৌদি যেতে পারবে না কেউ

সৌদি আরবে শুরু হতে যাচ্ছে হজের প্রস্তুতি। ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে দেশটিতে আর কেউ প্রবেশ করতে পারবে না। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছেন, রোববারের (১৩ এপ্রিল) পর আর বিদেশী ওমরাহ যাত্রীরা দেশটিতে প্রবেশ করতে পারবে না। যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে,  যেসকল হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরত নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবে না তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী জরিমানের পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যারা ওমরাহ করতে সৌদি আছেন তাদের আসছে ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। ২৯ এপ্রিলের পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলেও জানানো হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন