শিল্পখাতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বাড়লো ১০ টাকা

শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি জানান, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এ দাম চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।
পেট্রোবাংলা এর আগেই প্রস্তাব দিয়েছিল- বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভ) জন্য দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা অপরিবর্তিত রেখে, নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত (যাদের সংযোগ অনুমোদিত হয়েছে) গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য বাড়ানো হোক।
এই প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসি একটি জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করে- দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিতে পারে। তবে শুনানিতে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা পেট্রোবাংলার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান।
বিশেষ করে শিল্পে দুই ধরনের দাম নির্ধারণের বিষয়টি নিয়ে বেশি সমালোচনা হয়। উদ্যোক্তারা যুক্তি দেন- একই খাতে বিদ্যমান ও নতুন গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করলে শিল্প খাতে ‘অসম প্রতিযোগিতা’ তৈরি হবে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে, যা দেশের সামগ্রিক শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
আই/এ